ছাগল গর্ভবতী হয়েছে কিনা বোঝার উপায়

2165

ছাগল-2
ছাগল গর্ভবতী হয়েছে কিনা বোঝার উপায় আমাদের অনেকেরই জানা নেই। ছাগল পালনে ছাগলের গর্ভবতী হওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই ছাগলের গর্ভবতী হয়েছে কিনা তা বুঝতে পারি না। চলুন জেনে নেই ছাগল গর্ভবতী হয়েছে কিনা বোঝার উপায় সম্পর্কে-

ছাগল গর্ভবতী হয়েছে কিনা বোঝার উপায়ঃ
১। সাধারণ দৃষ্টিতে ছাগী গর্ভবতী হলে দুই থেকে আড়াই হলেই ওলান বড় হতে থাকবে।

২। ছাগল গর্ভবতী হলে শরীরে মেদ জমতে থাকবে।

৩। ছাগীর শরীর চকচকে দেখাবে।

৪। ছাগলের পেট উচু হতে থাকবে।

৫। ছাগলের পানি এবং খাবার গ্রহণের হার বৃদ্ধি পাবে।

এছাড়াও ছাগলের গর্ভবতী হওয়া বোঝার জন্য বেশ কিছু পরীক্ষা করা যেতে পারে-

ল্যাপারোটমিঃ ৫ সপ্তাহ গাভীন অবস্থায় ৯০ থেকে ৯৫ শতাংশ কাযর্করী ।
ল্যাপারোসকপি বা এন্ডোস্কোপিঃ ৪০ দিন গাভীন অবস্থায়ও কাজ দেয় ভালভাবে।
আল্ট্রাসনিক পদ্ধতিঃ যেহেতু সঙ্গে সঙ্গে ফল দেয়, সেহেতু এটি বেশি গ্রহনযোগ্য।
পশুর বেবি চেক কিডস দিয়ে গর্ভবতী চেক করা যায়।
ছাগলের গর্ভধারন কাল ১৪৫ থেকে ১৫০ দিনের মধ্যে বাচ্চা না হলে ছাগলটি গরম/উত্তেজিত হচ্ছে কিনা তা ভালভাবে দেখতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১৯ফেব্রু২০২০