ছাগল পালনের সমস্যা ও সমাধান

707

ছাগল পালনে প্রধান প্রধান সমস্যা এবং সমাধান

তাই জেনে নিন ছাগলের প্রধান প্রধান সমস্যা এবং তাঁর প্রতিকার।

সমস্যাঃ

ছাগলের বয়স ৭-৮ মাস ছাগলটির মুখে ও চোখের কাছে দাউদ হয়েছে এর উপায় কি?
সমাধান: সুমিটভেট পাউডার জেলি করে দাউদ এর জায়গায় লাগিয়ে দিতে হবে।
সমস্যা:

খাশি ছাগলের বয়স ৮ মাস, ঠিকমত খাবার খাচ্ছে না। কি করনিয়?
সমাধান: ২০ গ্রামের অর্ধেক ভিজিম্যাক্স পাউডার ১ লিটার খাবার পানির সাথে মিশিয়ে ২-৩ দিন সেবন করাতে হবে।
সমস্যা:

পাটি ছাগলের বয়স ২ বছর, পেটে বাচ্চা কি পদক্ষেপ গ্রহণ মোটা তাজা এবং বাচ্চা ভালো হবে।
সমাধান: ভিটামিন এ, বি৩ ইনজেকশন দিতে হবে।
সমস্যা:

অনেক গুলি খাশি ছাগল আছে, খাশি ছাগলের বয়স ১.৫ বছর, খাবার খায় কিন্তু বড় ও মোটা তাজা হয় না। করনিয় কি?
সমাধান: প্রথমে কৃমিনাশক ওষধ দিয়ে কৃমি মুক্ত করে দানাদার জাতীয় খাবার সরবরাহ করলে ছাগলের স্বাস্থ্য ভালো হবে।
সমস্যা:

ছাগলের গলা ফুলা
সমাধান: আক্রান্ত ছাগল কে আলাদা করে রাখ তে হবে। এর পর ডাক্রারের পরামর্শে এন্টিবায়োটিক অক্সিটেট ১০০ ইনজেকশন প্রদান করতে হবে।

সমস্যা:

আমার ছাগলের বাচ্চা বয়স ৭ দিন হল, মা ও বাচ্চার কাশি হয়েছে, কি করতে হবে?
সমাধান: “শুধু, ছাগলের মা কে ইনজেকশন Astavet, 0.5 cc ও Renamycin 100, 1.5 cc অথবা ডাক্তারের পরামর্শে প্রয়োগ করতে হবে।
সমস্যা:

ছাগল গুলো শুকায়ে যাচ্ছে ।
সমাধান: Helmex ৪ ভাগের ১ ভাগ কলা পাতার সাথে সকাল বেলা ও ভিটামিন Rena AD3 , E ১৫ কেজি / ৩ সি সি মাংসে দিতে হবে ।
সমস্যা:

ছাগলের চোখ দিয়ে পানি পরে ।
সমাধান: সিপ্রো এ ড্রপ, অনুমোদিত মাত্রায় দিনে ৩ বার, ৩ দিন দিতে হবে,
সমস্যা:

ছাগল পাতলা পায়খানা করে, ভাল খায় না
সমাধান: প্রথমে ট্রাইসালফা টেব্লেটের ৪ ভাগের ১ ভাগ প্রথম দিন ছাগল কে খাওয়াতে হবে। এর পরের দিন ৮ ভাগের ১ ভাগ খাওয়াতে হবে ২ দিন। এর পর পাতলা পায়খানা দূর হলে হেল্মিক্স ৪ ভাগের ১ ভাগ সকালে কলা পাতা দিয়ে খাওয়া তে হবে।
সমস্যা:

ছাগলের সর্দির সমস্যা
সমাধান: সালফাডিন প্লাশ টেব্লেট ,ছাগলের ৩৫ কেজি ওজনের জন্য ১ টি এবং ডিলারজেন, ছাগলের ২৫ কেজি ওজনের জন্য ১ টি দিতে হবে।

সংগৃহীত

ফার্মসএন্ডফার্মার/ ১২ এপ্রিল ২০২১