ছাগল হিটে না আসলে যা করবেন!

568

ছাগল হিটে না আসলে করণীয় সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। আমাদের দেশে ছাগল পালন একটি লাভজনক পেশা। ছাগল পালন করতে গিয়ে পালনকারীরা অনেক জটিল সব সমস্যায় পড়ে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ছাগল হিটে না আসা। চলুন জেনে নেই ছাগল হিটে না আসলে করণীয় সম্পর্কে-

ছাগল হিটে না আসলে করণীয়ঃ
সাধারনত ছাগল বাচ্চা দেওয়ার মাস খানিকের মধ্য আবার ডাকে আসে বা হিটে আসে। এই সময়ের মধ্য যদি না আসে তাহলে বিলম্ব ধরে নেওয়া হয়। আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে, ছাগল হিটে আসে ঠিকই কিন্ত পাঠা দেখানোর পরেও কোন কাজ হয় ন। আসলে বিষয়গুলি একটু জটিল। নিচে এর বিস্তারিত আলোচনা করা হল-

ছাগল হিটে না আসার কারণঃ

কৃমির আক্রমন অনেক বেশি হলে।
ছাগল যদি জটিল কোন রোগে আক্রান্ত হয়।
হরমোনাল কোন সমস্যা থাকলে।
নিউট্রিশন এর অভাব হলে।
ডিম্বানুতে কোন ধরনের সিস্ট থাকলে।
জরায়ুতে কোন সমস্যা থাকলে।
খুব নোংরা পরিবেশে ছাগলকে রাখলে
চিকিৎসা ও প্রতিকারঃ

১। ছাগল হিটে না আসলে আগে সঠিক কারণ চিহ্নিত করতে হবে। এ জন্য শুরুতেই একজন ভাল ভেটেরিনারি চিকিৎসকের শরনাপন্ন হতে হবে।

২। তবে ছাগল গরম না হলে ভিটামিন ইঞ্জেকসন দেওয়া যেতে পারে। এক্ষেত্রে দেখা যায় অনেক সময় হিটে চলে আসে।

৩। আর সর্বশেষ চিকিৎসা হল হরমোনাল থেরাপি। ছাগল যদি আগে কোন সময় হিটে না আসে তাহলে Fertilon injection দিয়ে সহজেই হিটে নিয়ে আসা যায়। এক্ষেত্রে এটি চমৎকার কাজ করে। আর যদি আপনি নিশ্চিত হতে পারেন ডিম্বানুতে করপাস লুটিয়াম আছে তাহলে prostenol, ovuprost inj. দিলে ছাগল ১০০% হিটে আসবে। আর ছাগলকে অব্যশই ভাল পাঠা দেখাতে হবে।

ফার্মসএন্ডফার্মার/২৭মার্চ২০২১