ছাদবাগানের ফল ও ফুল গাছের পরিচর্যা

1252

সচরাচর মাটিতে লাগানো ফল ও ফুল গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানের বেশির ভাগ অংশ প্রাকৃতিক উৎস থেকে গ্রহন করে থাকে। কিন্তু ছাদবাগানের ফল ও ফুল গাছগুলো সে পরিমান পুষ্টি উপাদান পায় না মাটি থেকে। কারন, ছাদবাগানের গাছগুলো টবে বা হাফ ড্রামে লাগানো থাকে ও মাটির পরিমান কম থাকে।

তাই ছাদবাগানের গাছগুলো যেনো পর্যাপ্ত ও সুষম পুষ্টি পায়, সে জন্য বাড়তি পরিচর্যার প্রয়োজন। পর্যাপ্ত ও সুষম পুষ্টির অভাবে গাছ ঠিকমত বাড়তে পারে না, ফল আকারে ছোট হয় ও রসালো হয় না, ফল ঝরে যায়। নতুন ফল ও ফুল ধরে না। ধীরে ধীরে গাছ নিস্তেজ হয়ে যায়।

তাই এই সকল সমস্যা থেকে পরিত্রান পেতে ও গাছের সুষম পুষ্ট উপাদান পাওয়া নিশ্চিত করতে বাড়তি পরিচর্যা হিসেবে গাছে ভিটামিক্স (NPKS) ও বায়োফার্টি ব্যবহার করুন।
তাহলে আসুন আমরা প্রথমে জেনে নেই ভিটামিক্স ও বায়োফার্টি গাছে প্রয়োগের উপকারিতা:

ভিটামিক্স ব্যবহারের উপকারিতা:

ভিটামিক্সে রয়েছে ফুল ও ফলের বাড়ন্ত পর্যায়ের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও সালফার (১২:১৬:২২:৬.৫) ইত্যাদি খাদ্য উপাদান।

১০০% পানিতে দ্রবনীয় তাই গাছ সহজে ও গ্রহন করতে পারে।

গাছের সঠিক বৃদ্ধি ও সুষম পুষ্টি নিশ্চিত হয়, তাই ফলন বেশি হয়।

ফলের আকার বড় ও পুষ্ট হয়।

শিকড় ও কুশি গঠনে সহায়তা করে।

বায়োফার্টি ব্যবহারের উপকারিতা:

বায়োফার্টিতে রয়েছে বেশি পরিমান সক্রিয় জৈব উপাদান।

ফল ও ফুলের সঠিক বৃদ্ধি হয়, ফলের আকার বড় ও পুষ্ট হয়।

মাটি থেকে উদ্ভিদের পুষ্টি উপাদান গ্রহনের মাত্রা বৃদ্ধি করে।

উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

পানিতে ১০০% দ্রবনীয় ও ১০০% ন্যাচারাল। অন্যান্য সার ও বালাইনাশকের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়।

ভিটামিক্স ও বায়োফার্টি ব্যবহারের নিয়ম:

১ লিটার পানিতে ৩ গ্রাম ভিটামিক্স ও ৩মিলি বায়োফার্টি একত্রে মিশিয়ে প্রতি ১০-১৫ দিন পরপর মোট ৪ বার স্প্রে করতে হবে। পরবর্তীতে যখনই গাছে নতুন পাতা আসবে একই নিয়মে একবার স্প্রে করবেন।

ফার্মসএন্ডফার্মার/১০নভেম্বর২০২০