ছাদে বাগান করার সময় জরুরী বিষয় হলো লক্ষ রাখতে হবে যেন গাছটি বড় আকারের না হয়। ছোট আকারের গাছে যেন বেশি ফল ধরে সে জন্য হাইব্রিড জাতের গাছ বা কলমের গাছ লাগানো যেতে পারে। বেঁটে প্রজাতির অতিদ্রুত বর্ধনশীল ও ফল প্রদানকারী গাছই ছাদ বাগানের জন্য উত্তম। বীজের চারা নয়, কলমের চারা লাগালে অতিদ্রুত ফল পাওয়া যায়। ছাদ বাগানের জন্য হাইব্রিড জাতের গাছ লাগানোই উত্তম। নিম্নে চাষ উপযোগী কিছু ফল গাছের নাম দেওয়া হলো-
ফল জাতীয়ঃ
# আমঃ বারি আম-৩ (আম্রপালি), বারি আম-৪, মল্লিকা, বাউ আম-২ (সিন্দুরী)।
# পেপে,আতা, শরিফা ,আঙ্গুর,বাতাবিলেবু, সফেদা, ছোট জাতের কলা, ছোট জাতের আনারস, কামরাঙ্গা, জলপাই ইত্যাদি।
# পেয়ারাঃ বারি পেয়ারা-২, ইপসা পেয়ারা-১।
# কুলঃ কুলের বিভিন্ন জাতের মধ্যে বাউ কুল-১, ইপসা কুল-১ (আপেল কুল), থাই কুল-২ উল্লেখযোগ্য।
# লেবুঃ লেবুর বিভিন্ন জাতের মধ্যে বারি লেবু -২ ও ৩, বাউ কাগজি লেবু-১ (কাগজি, সিডলেস, এলাচি)ইত্যাদি।
# আমড়াঃ বারি আমড়া-১, বাউ আমড়া-১।
# করমচাঃ থাই করমচা।
# ডালিম (দেশী উন্নত) জাতের, পেপার শেল ,মাসকেড রেড স্প্যানিশ রুবি।
# কমলা ও মাল্টাঃ কমলা ও মাল্টার মধ্যে রয়েছে বারি কমলা-১, বারি মাল্টা -১।
# জামরুলঃ বাউ জামরুল-১ (নাশপাতি জামরুল), বাউ জামরুল-২ (আপেল জামরুল) ইত্যাদি।
# ড্রাগন, স্ট্রবেরি, প্যাসন/ ট্যাং।
ফার্মসএন্ডফার্মার/০৬অক্টোবর২০