জনপ্রিয় হচ্ছে ভিয়েতনামী নারিকেল চারা রোপণ

1475

ভিয়েতনামী নারকেল চারা
পিরোজপুর: জেলায় এখন ভিয়েতনামী নারিকেল চারা রোপণ জনপ্রিয় হচ্ছে। দক্ষিণাঞ্চলের এ জেলার বিভিন্ন স্থানে ইতিমধ্যেই ৬ হাজারের বেশি চারা ব্যক্তি পর্যায়ে রোপণ করা হয়েছে। ভিয়েতনাম থেকে সংগৃহীত উন্নত ও খাটো জাত দুটি হলো সিয়াম গ্রিন কোকোনাট ও সিয়াম ব্লু কোকোনাট।

উন্নত এ দুটি জাতের চারা রোপণের ৩০ থেকে ৩৬ মাসের মধ্যেই ফুল আসে ও ফল ধরে। প্রতিটি নারিকেল গাছে বছরে কম করে ১৫০টি নারিকেল ফল ধরে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির খাটো জাতের নারিকেল সম্প্রসারণ প্রকল্প দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এ উন্নত জাতের চারা রোপণে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারাও এ জাতের চারা রোপণে এলাকাবাসীকে উৎসাহিত করছে। হর্টিকালচার বিভাগের মাধ্যমে এ চারা প্রতিটি মাত্র ৫শ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপপরিচালকের কার্যালয়ের উপ সহকারী কৃষি কর্মকর্তা অরুণ রায় জানান, নারিকেল গাছের লবণাক্ততা সহিষ্ণুগুণ খুব বেশি। বর্তমান সরকার পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট গুরুত্ব আরোপ করছে। এ বিবেচনায় ভিয়েতনাম থেকে খাটো উন্নত জাতের নারিকেল চারা এনে দেশের দক্ষিণাঞ্চলের ব্যাপক সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন