জন্মবার্ষিকীতে বঙ্গমাতার প্রতি সিভাসু পরিবারের শ্রদ্ধা

163

আজ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয় (সিভাসু) পরিবার।

সকাল ১০টায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরালে ফুল দিয়ে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশ^বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বঙ্গমাতার ম্যুরালে পুষ্পাঞ্জলি প্রদান করেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: কামাল। এরপর শিক্ষক সমিতি, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হল, প্রগতিশীল শিক্ষক ফোরাম ও বঙ্গবন্ধু শিক্ষক ফোরামের পক্ষ থেকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ^াস, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক ও প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. শারমীন চেীধুরী, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (ছাত্রকল্যাণ) ড. সুব্রত কুমার শীল, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও বঙ্গবন্ধু শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, সমন্বয়ক (উচ্চশিক্ষা) প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী এবং শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: মাসুদুজ্জামান।

বঙ্গমাতা ১৯৩০ সালের আজকের দিনে তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনিও জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন।