জরুরি ভিত্তিতে বিমানে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত

286

পেয়াজ

পেঁয়াজ সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে বিমানে করে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। টিসিবির মাধ্যমে সরাসরি তুরস্ক থেকে, এস আলম গ্রুপ মিশর থেকে ও বেশ কয়েকটি প্রতিষ্ঠান আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত থেকে জরুরি ভিত্তিতে বিমানে করে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে।

জানা গেছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই পেঁয়াজ অল্প সময়ের মধ্যে দেশের বাজারে সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া সমুদ্র পথে আমদানিকৃত পেঁয়াজের বড়ো চালান শিগিগর বাংলাদেশে এসে পৌঁছাবে। আশা করা হচ্ছে, এসব পেঁয়াজ দেশের বাজারে আসলেই সংকট কেটে যাবে।

হঠাৎ করে পেঁয়াজের দাম আরো বাড়ে ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে। ‘বুলবুলের’ কারণে গত কয়েক দিন বন্দর থেকে পেঁয়াজ খালাস ব্যাহত হয়। এর প্রভাব পড়ে পেঁয়াজের বাজারে। তবে ভারত থেকে চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে আমদানির অনুমতি পাওয়া ৬৬ হাজার টন পেঁয়াজ আসলে দেশের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। এখন পর্যন্ত মাত্র ৫ হাজার টন পেঁয়াজ দেশে এসেছে। বাকি পেঁয়াজ শিগগির দেশে আসবে বলে জানা গেছে।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ