আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (আইআরআরআই) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জলবায়ু সহিঞ্চু কৃষি চর্চা সম্প্রসারণে দেশের কৃষকদের সহায়তা দেবে।
আইআরআরআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে জলবায়ু সহিঞ্চু কৃষি চর্চা পরিচালনায় আন্তর্জাতিক এই দুটি সংস্থা কৃষকদের সহায়তা প্রদানের এ ঘোষণা দিয়েছে।
সংস্থা দুটির উদ্যোগে গত সপ্তাহে ফেনিতে বাংলাদেশে জলবায়ু সহিঞ্চু কৃষি চর্চা পরিচালনা সংক্রান্ত এক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনজনিত কারণে অতি খরা ও বন্যার ক্ষয়ক্ষতি থেকে কৃষি শষ্য রক্ষার উপায় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠনে মুহুরি সেচ প্রকল্প বাস্তবায়নে নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, কৃষক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের কাছ থেকে পাওয়া পরামর্শ বাস্তবায়নে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট কৃষি বিজ্ঞানী, পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি সম্প্রসারণ বিশেষজ্ঞরা এবং ৩২ জন কৃষক যোগ দেন।
অনুষ্ঠানে বাংলাদেশের কৃষকদের জীবন মান উন্নয়নে একটি অভিন্ন লক্ষ্য অজর্নে অংশগ্রহণকারিদের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা প্রকাশ করা হয়। সূত্র: বাসস
- সংসদে বীজ বিল-২০১৭ উত্থাপন
- ২০২২ সালে বাংলাদেশ মাছ চাষে সাফল্য অর্জনকারী দেশের শীর্ষে অবস্থান করবে: মৎস্যসম্পদ মন্ত্রী
- ঝিনাইদহে ছাদকৃষিতে গৃহিনী জুথির সাফল্য
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম