জাঁকজমকপূর্ণভাবে ফার্মা এণ্ড ফার্মের সিলভার জুবিলী উদযাপিত

440

জাঁকজমকপূর্ণভাবে ফার্মা এণ্ড ফার্মর সিলভার জুবিলী উদযাপন

জাঁকজমকপূর্ণভাবে এনিম্যাল হেলথ সেক্টরের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ফার্মা এণ্ড ফার্মর সিলভার জুবিলী (২৫ বছর পূর্তি) উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) কক্সবাজারের একটি স্থানীয় হোটেলে সিলভার জুবিলীর এই অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানটি কেক কাটার মাধ্যমে শুরু হয় এরসাথে থাকে নানা আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক বাংলাদেশ লি: এর সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি-১) মোহাম্মাদ জাহাঙ্গীর আলম।

আজাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কালাম আজাদ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লি. এর জেনারেল ম্যানেজার গোলাম মর্তুজা।

জাঁকজমকপূর্ণভাবে ফার্মা এণ্ড ফার্মর সিলভার জুবিলী উদযাপন১

এছাড়া এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক মেহারুন নাহার বিলকিস (অব:), পরিচালক ইমরান হাসান আনসারী, (COO) ডা. খন্দকার হেলাল উদ্দিন, জেনারেল ম্যানেজার (মার্কেটিং এন্ড সেলস) তাপস কুমার ঘোষ প্রমুখ। সারাদেশ থেকে আগত প্রায় তিনশতাধিক কর্মকর্তা–কর্মচারী উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।