শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে অবৈধভাবে ইলিশ মাছ বিক্রি করায় একটি বাজারে অভিনব পন্থায় ক্রেতা সেজে ব্যাপক অবৈধ ইলিশ মাছ জব্দ করেছেন জাজিরার মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। গতকাল মঙ্গলবার জাজিরা দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবার পৈলান মোল্লার কান্দি এলাকা থেকে এই অবৈধ ইলিশ মাছ জব্দ করা হয়।
মাঝিরঘাট নৌ-পুলিশ সূত্র জানায়, পৈলান মোল্লার কান্দির পাকা রাস্তার মাথায় মা ইলিশ রক্ষা অভিযান চলাকালে সময়েও রীতিমতো বাজার বসিয়ে প্রতিনিয়ত গোপনে মা ইলিশ বিক্রি করে আসছে একটি চক্র। মঙ্গলবার সকালে ক্রেতার ছদ্মবেশে মাঝিরঘাট নৌ-পুলিশের এসআই মমিন এবং এএসআই ফরিদের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযানে যায়। কিছুক্ষণের মধ্যেই অবৈধ ইলিশ ব্যবসায়ীরা টের পেয়ে মাছ রেখেই দৌড়ে পালিয়ে যান।
পরে পালিয়ে যাওয়ার সময় অবৈধ ইলিশ ব্যবসায়ীদের ফেলে রেখে যাওয়া প্রায় এক মণের ওপরে অবৈধ মাছ জব্দ করেন মাঝিরঘাট ফাঁড়ির নৌ-পুলিশের সদস্যরা; যা পরবর্তী সময়ে মাঝিরঘাট এলাকার একটি মাদ্রাসা এবং জাজিরার একটি মাদ্রাসার হুজুরদের ডেকে এনে তাদের তত্ত্বাবধানে থাকা লিল্লাহ বোর্ডিংসহ আশপাশের স্থানীয় গরিবদের তা দিয়ে দেয়া হয়। এ বিষয়ে জাজিরা মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মোফাজ্জেল হোসেন বলেন, ‘আমাদের একটি টিম নাওডোবার পৈলান মোল্লার কান্দি এলাকায় মাছ বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতার ছদ্মবেশে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ব্যাপক অবৈধ মা ইলিশ জব্দ করে নিয়ে আসে; যা পরবর্তী সময়ে স্থানীয় বিভিন্ন এতিমখানার মাদ্রাসা এবং গরিব দুস্থদের মাঝে বিতরণ করে দেয়া হয়।’