জেনে নিই মুরগির পায়খানা দেখে রোগ নির্ণয় পদ্ধতি

2238

সবুজ পায়খানা সবচেয়ে বেশি বিপদজনক।
চুনা বা সাদা পায়খানা
১।রাণীক্ষীত।
২।আই বি ডি।
৩।গাউট।
৪।কলেরা।
৫।পোলোরাম ডিজিজ।
৬।কিডনিতে সমস্যা।
চুনা বা সাদা পায়খানার সাথে পেষ্ট লাইক সাদা :
৭।আই বি এইচ।
৮।ই কলাই।
৯।পোলোরাম ডিজিজ।
হলুদ পায়খানা
১।পোলোরাম ডিজিজ।
২।টাইফয়েড।
৩।কলেরা।
কমলা পায়খানা
১।নেক্রোটিক এন্টারাইটিস।
সবুজ পায়খানা:
১। এ আই।
২।এন ডি।
৩।সালমোনেলোসিস।
৪।কলেরা।(খাবার কম খেলে)
৫।ই কলাই।
৬।মোইকোটক্সিন।
সবুজাভ হলুদ:
১।।ই কলাই। -পোটোজোয়া।
২।টাইফয়েড।
৩।এন ভি।
৪।ক্লেমাইভিওসিস।
রক্ত
১।আমশয়।
খাবার দানা যুক্ত।
১।ইনডাইজেশন।

ফার্মসএন্ডফার্মার/০৮অক্টোবর২০