জেনে নিন কোথায় উন্নত জাতের হাঁস-মুরগির বাচ্চা পাবেন

2626

মুরগির-খামার

আপনি যদি একজন সফল খামারি হতে চান তাহলে আপনাকে সঠিক পদ্ধতি জেনে, সঠিক উপায় অবলম্বন করে ব্যবসা শুরু করতে হবে। আপনারা যারা হাঁস-মুরগি পালন করতে চান তারা বিষয়টি সম্পর্কে ভালো ভাবে জেনে নিন।

বাংলাদেশে বর্তমানে অনেকগুলো বেসরকারি খামার রয়েছে যারা উন্নত জাতের হাঁস-মুরগির বাচ্চা সরবরাহ করে থাকে। তাছাড়া সরকারি অনেক খামার রয়েছে যা আমাদের পাঠকদের জন্য নিচে দেওয়া হল:

১। কেন্দ্রীয় মুরগি খামার, মিরপুর, ঢাকা।

২। আঞ্চলিক মুরগি খামার, পাহাড়তলী, চট্টগ্রাম।

৩। আঞ্চলিক মুরগি খামার, রাজবাড়ী হাট, রাজশাহী।

৪। সরকারি মুরগি খামার, রংপুর।

৫। সরকারি মুরগি খামার, তেজগাঁও, ঢাকা।

৬। সরকারি মুরগি খামার, যশোর।

৭। সরকারি মুরগি খামার, কুমিল্লা।

৮। সরকারি মুরগি খামার, বরিশাল।

৯। সরকারি মুরগি খামার, চট্টগ্রাম।

১০। সরকারি মুরগি খামার, জামালগঞ্জ, জয়পুরহাট।

১১। সরকারি মুরগি খামার, টিলাঘর, সিলেট।

১২। সরকারি মুরগি খামার, রাঙামাটি।

১৩। সরকারি মুরগি খামার, কিশোরগঞ্জ।

১৪। সরকারি মুরগি খামার, ঠাকুরগাঁও।

১৫। সরকারি মুরগি খামার, দিনাজপুর।

১৬। সরকারি মুরগি খামার, পাবনা।

১৭। সরকারি মুরগি খামার, বগুড়া।

১৮। সরকারি মুরগি খামার, রাজবাড়ী।

১৯। সরকারি মুরগি খামার, মাদারীপুর।

২০। সরকারি মুরগি খামার, ফরিদপুর।

২১। সরকারি মুরগি খামার, পটুয়াখালী

২২। সরকারি মুরগি খামার, নোয়াখালী।

২৩। মোরগ-মুরগি পালন কেন্দ্র, জামালপুর।

২৪। মোরগ-মুরগি পালন কেন্দ্র, মানিকগঞ্জ।

২৫। মোরগ-মুরগি পালন কেন্দ্র, গোপালগঞ্জ।

২৬। মোরগ-মুরগি পালন কেন্দ্র, কুড়িগ্রাম।

২৭। মোরগ-মুরগি পালন কেন্দ্র, বাগের হাট।

২৮। কেন্দ্রীয় হাঁস-প্রজনন খামার, নারায়নগঞ্জ।

২৯। আঞ্চলিক হাঁস-প্রজনন খামার, দৌলাতপুর, খুলনা।

৩০। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পোল্ট্রি ফার্ম, ময়মনসিংহ।

এছাড়াও এখন বেসরকারিভাবে অনেকে বাচ্চা উৎপাদন করছে। তাই আপনি উন্নত জাতের বাচ্চা সংগ্রহ করুন। আর একজন সফল খামারী হিসেবে নিজের পায়ে দাঁড়ান।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন