জেনে নিন গাভীর রোগ প্রতিরোধ ব্যবস্থা

67

স্বাস্থ্যসম্মত লালনপালন বলতে এমন কতগুলো স্বাস্থ্যসম্মত বিধিব্যবস্থাকে বুঝায় যা এ যাবতকাল পশুসম্পদ উৎপাদনে ব্যবহৃত হয়ে এসেছে। এগুলো হলো-

» বাসস্থান নির্মাণে আলো-বাতাসের ব্যবস্থা ও দুর্যোগ নিবারণ করা।
» খাদ্য ও পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
» পচা, বাসি ও ময়লাযুক্ত খাদ্য ও পানি পরিহার করা।
» সর্বদা তাজা খাদ্য ও পানি সরবরাহ করা।
» প্রজনন ও প্রসবে নির্জীবাণু পদ্ধতি অবলম্বন করা।
» দ্রুত মলমূত্র নিষ্কাশন করা।

» অসুস্থ গাভীর পৃথকীকরণ ও মৃত গাভীর সৎকার করা।
» নিয়মিত কৃমিনাশক ব্যবহার করা।

» সংক্রামক ব্যাধির প্রতিষেধক টিকা প্রয়োগ করা ইত্যাদি।

গাভীকে প্রাত্যহিক পর্যবেক্ষণ ও রোগ চিকিৎসা

নিয়মিত পর্যবেক্ষণ করে অসুস্থ গাভী শনাক্ত করা যায়। গাভীর বিভিন্ন রোগ বালাই যেন না হয় সেই জন্য সময়মতো টিকা দিতে হবে। গাভী তড়কা, বাদলা, ক্ষুরা রোগ, গলাফোলা, রিন্ডারপেস্ট, ম্যাস্টাইটিস, পরজীবী ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারে। গাভীর যেকোনো রোগ দেখা দিলে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।