জেনে নিন পিপড়া তাড়ানোর সহজ উপায়

2308

ছাদ বাগানীরা ছাদে বাগান করতে যেয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তার মধ্যে ছাদ বাগানের একটি সমস্যা হলো পিপড়া। পিপড়ার আক্রমণে ছাদ বাগানের আকাঙ্ক্ষিত ফুল ও ফল পাওয়া যায় না। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে একটা হোম মেইড সলুশন এপ্লাই করতে পারেন। হোম মেইড সলুশনের প্রয়োজনীয় উপাদান গুলো আপনার হাতের কাছেই পাবেন।

এবার আসি সলুশনটা কিভাবে বানাবেন ও ব্যবহার করবেন :

উপাদান :
বরিক পাউডার : ( ৩ চা চামচ )
চিনি : ( ৩ চা চামচ )
পানি : ( দরকার মত )

প্রথমে বরিক পাউডার গুলোকে চামচ দিয়ে পিষে মিহি করে ফেলুন, যাতে কোন জমাট না থাকে। এর পর চিনি এবং পানি মিক্স করে পেস্ট বানান। পানি ততটুকুই দেবেন যেন পেস্ট এর ঘনত্ব কনডেন্সড মিল্কের মত হয়। এবার পেস্টটা কাঠি বা চামচের আগায় নিয়ে পিঁপড়ার লাইন বরাবর এক দুই ফিট পরপর মাখিয়ে দেন। ব্যাস ! আপনার কাজ শেষ।

পিঁপড়া এই পেস্ট খেয়ে সাথে সাথে মরবেনা, ওরা এটা নিয়ে ওদের কলোনীতে যাবে এবং রানী পিঁপড়াকেও খাওয়াবে। মোটামুটি ২৪ ঘন্টায় পুরা পিপড়ার কলোনী শেষ। যারা পিপড়া থেকে মুক্তির ঝামেলাহীন এবং কার্যকর উপায় খুজছেন তারা এটা প্রয়োগ করুন, আর আপনার গাছ, টব ও ছাদকে রাখুন নিরাপদ।

ফার্মসএন্ডফার্মার/০৭জুলাই২০