জেনে নিন ব্রয়লার মুরগি পালনের সাতটি গুরুত্বপূর্ণ

405

ব্রয়লার মুরগি পালনের সাতটি গুরুত্বপূর্ণ

ব্যবস্থাপনাঃ

১) নিয়মিত ওজন নিন। নিয়মিত ব্রয়লার এর ওজন আপনার ফার্মের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহজ করে দিবে।

২) মুরগির অভিন্নতা নিশ্চিত করন। অভিন্নতা অনেক বিষয় দ্বারা প্রভাবিত হয় যেমন, ওজন, বাচ্চার গুণ, খাদ্য গ্রহনের প্রতিযোগিতা, মারামারি ইত্যাদি।

৩) সঠিক পরিমাণ খাবার প্রদান। খাদ্যের পাত্র পরিদর্শন করে এটার ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাই নিয়মিত খাবার পাত্রে খাদ্যের পরিমাণ দেখা।

৪) খাদ্য গ্রহন নিয়মিত করন। আকস্মিক খাবার বৃদ্ধি না করে প্রতিদিন কিছু কিছু খাবার বৃদ্ধি করা

৫) সঠিক পরিমাণ আলোর ব্যবস্থা করা। আলো কম থাকলে ওজন বৃদ্ধি হ্রাস করতে পারে।

৬) ভ্যাক্সিনেসন ও প্রয়োজনীয় খনিজ , ভিটামিন প্রদান। ব্রয়লার মুরগির জন্য গামবোর ও রানীক্ষেত ভ্যাক্সিনেসন দেওয়া হয়।

৭) নিয়মিত হিসাব রাখা।বর্তমান এবং ভবিষ্যৎ দুই ক্ষেত্রে ই সঠিক ব্যবস্থা নিতে সাহায্য করবে।

সুত্রঃ অনুবাদ

ফার্মসএন্ডফার্মার/১৭সেপ্টেম্বর২০