জেনে নিন, যে কারণে মুরগীর প্যারালাইসিস বা ল্যামনেস রোগ হয়

1530

download
পোল্ট্রিতে প্যারালাইসিস বা ল্যামনেসের (খোঁড়া) অনেকগুলো কারন আছে। এই এতো এতো কারনের ভীড়ে ভিটামিন বি১, বি২ এর অভাব একটিমাত্র কারণ। কিন্তু কেউ কেউ এমনভাবে প্রচার করে যে কেবলমাত্র বি১, বি২ এর অভাবেই পোল্ট্রির যাবতীয় প্যারালাইসিসের ঘটনাগুলো ঘটে। নিচে পোল্ট্রিতে প্যারালাইসিস বা ল্যামনেস হবার সম্ভাব্য কয়েকটি কারণ উল্লেখ করলাম। পড়ে দেখুন প্যারালাইসিসের সাগরে হাইপেভিটামানোসিস বি১ ও বি২ কেবল একবিন্দু পানি মাত্র।

মুরগীর প্যারালাইসিস বা ল্যামনেসের কারণ:

#মাইক্রোবিয়াল
ক.ভাইরাস
১. ম্যারেক্স ডিজিজ
২. রিও ভাইরাল ইনফেকশন
৩. সাব ক্লিনিক্যাল আইবিডি
৪. পারভো ভাইরাল ইনফেকশন
৫. রোটা ভাইরাল ইনফেকশন
৬. চিকেন এনিমিয়া ভাইরাস
৭. এন্টারো ভাইরাল ইনফেকশন
৮. এডিনো ভাইরাল ইনফেকশন
৯. এভিয়ান এনসেফালোমাইলাইটিস ইত্যাদি

খ. ব্যাকটেরিয়া
১. পাস্তুরেলা ইনফেকশন
২. এন্টারোকক্সাস ইনফেকশন
৩. মাইকোপ্লাজমোসিস স্পেশালি মাইকোপ্লাজমা সাইনোভি
৪. ক্রোনিক সালমোনেলোসিস
৫. স্টেফাইলোকক্সাস ইনফেকশন
৬. রানীক্ষেত
৭. স্ট্রেপটোকক্সাস ইনফেকশন
৮. ই. কোলাই ইনফেকশন
৯. ক্লোসট্রোডিয়াল পারফিন্জেন্স ইত্যাদি

#নিউট্রিশনাল
১. ক্যালসিয়াম ডিফিসিয়েন্সী
২. ফসফরাস ডিফিসিয়েন্সী
৩. ম্যাঙ্গানিজ ডিফিসিয়েন্সী
৪. ভিটামিন ডি ডিফিসিয়েন্সী
৫. ফাইটেজ এনজাইম ডিফিসিয়েন্সী
৬. ভিটামিন বি কমপ্লেক্স (বি১, বি২, বি৬, বায়োটিন, ফোলাসিন, কোলাইন) ডিফিসিয়েন্সী

#মেটাবলিক
১. ক্যালসিয়াম-ফসফরাস ইমব্যালেন্স
২. আর্টিকুলার গাউট
৩. রিকেটস
৪. অস্টিওপোরেসিস

#ম্যানেজমেন্টাল
১. খাবার পাত্র ও পানির পাত্রের উচ্চতা কম
২. ত্রুটিপূর্ন মাচা
৩. অতিরিক্ত ওজন
8. ফুট বার্ন

#অন্যান্য
১. অতিরিক্ত গরম অবহাওয়া
২. কেস লেয়ার ফ্যাটিগ
৩. স্কেলি লেগ মাইট
৪. ওয়ার্ম ইনফেস্ট্রেশন
৫. মেকানাক্যাল ইনজুরি
৬. লিভার ডিজিজ ইত্যাদি

ফার্মসএন্ডফার্মার/০৮মার্চ২০