জেলি মেশানো ৬ হাজার কেজি চিংড়ি জব্দ

158

রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে জেলি মেশানো ৬ হাজার ১০০ কেজি চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। ধলেশ্বরী সেতু এলাকায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এই অভিযান চালায় কোস্টগার্ডের পাগলা স্টেশন।

বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি দৈনিক বাংলাকে এ তথ্য জানান।
খন্দকার মুনিফ তকি জানান, জেলি পুশ করা বিপুল পরিমাণ অবৈধ চিংড়ির চালান খুলনা থেকে চট্টগ্রামে যাবে বলে গোয়েন্দা তথ্যে জানা যায়। এ তথ্যের ভিত্তিতে ভোর ৫টার দিকে কেরানীগঞ্জের ধলেশ্বরী সেতু এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চট্টগ্রামগামী সন্দেহজনক চারটি বাস ও দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে ওই চিংড়িগুলো জব্দ করা হয়। তবে জব্দ করা এসব চিংড়ির মালিক খুঁজে পাওয়া যায়নি।

লেফটেন্যান্ট কমান্ডার মুনিফ তকি বলেন, অভিযানে সহায়তা করেন কেরানীগঞ্জ উপজেলার উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান। পরে জব্দ করা চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।