জেলের জালে ধরা পড়ল ১৫০ কেজি ওজনের হাঙ্গর

133

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় স্থানীয় জেলেদের জালে ১৫০ কেজি ওজনের একটি হাঙ্গর মাছ ধরা পড়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা গ্রামের উঠান মাঝির ঘাট এলাকার মোহাম্মদ শৈবাল কোম্পানির নৌকায় কাইয়ুম মাঝির জালে ধরা পড়ে মাছটি। মাছটির দৈর্ঘ্য সাত ফুট লম্বা বলে জানা যায়।

স্থানীয় শহীদ হোসেন জানান, দুপুরে বোট করে সাগরে মাছ তুলতে গেছে তারা। রাতে আসার সময় বিশাল আকৃতির একটি হাঙ্গর মাছ নিয়ে ঘাটে ফিরেছে। এই মৌসুমে এটা সবচেয়ে বড় মাছ।

আনোয়ারা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার রাশিদুল হক বলেন, হাঙ্গর মাছ ধরা এবং বিক্রি করা বাংলাদেশের জীববৈচিত্র্য আইনে নিষিদ্ধ তবুও মানুষ এটা খেয়ে থাকে। এর ফলে শারীরিক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।