জেলের জালে ২০০ কেজি ওজনের বাগাড় মাছ

469

সিলেটে জেলেদের জালে ধরা পড়ল ২০০ কেজি ওজনের একটি বাগাড় মাছ। দৈত্যাকারের এই বাগাড় মাছকে স্থানীয়ভাবে বলা হয় ‘বাঘ মাছ’। সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে এই মাছটি পাওয়া গেছে। পরে মাছটিকে বিক্রির জন্য তোলা হয় মহানগরের বন্দরবাজারের লালবাজারে।

মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ভালো দামে মাছটি আস্ত কেনার মতো ক্রেতা পাওয়া যায়নি। তাই কেটে আড়াই থেকে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি করা হবে। এতে আয় হবে ৪-৫ লাখ টাকা। এই বাগাড় মাছের খবর চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে বাজারে।

স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, মাছটি কেজি দরে কিনতে তারা নাম তালিকাভুক্ত করেছেন বিক্রেতা আনোয়ার হোসেনের খাতায়। আগামীকাল সকালে মাছটি কাটা হবে বলে জানান তিনি।

ফার্মসএন্ডফার্মার/২৭মার্চ২০২১