জেলের জালে ৩৭ কেজি পোয়া মাছ: বিক্রি ২ লাখ ৮০ হাজার

572

কক্সবাজারে ধরা পড়েছে প্রায় ৩৭ কেজি ওজনের একটি পোয়া মাছ। ধরা পড়া এই পোয়া মাছটি বিক্রি হয়েছে ২ লাখ ৮০ হাজার টাকায়। টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরের ১৭ বাইন এলাকায় মাছটি জালে ধরা পড়েছে বলে জানান জেলেদের ট্রলারের মালিক।

জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরের ১৭ বাইন এলাকায় মাছটি জালে ধরা পড়ে। ধরা পড়া রূপালি পোয়া মাছটির ওজন ৩৬ কেজি ৭০০ গ্ৰাম। মাছটি লম্বা প্রায় সাড়ে তিন ফুট।

ক্রেতা নুরুল ইসলাম বলেন, আমি ঝুঁকি নিয়ে পোয়া মাছটি কিনেছি। মাছটি এখন পর্যন্ত বেচা-কেনা হয়নি। মাছটি কেটে বিক্রি করলে প্রতি কেজির দাম ৭০০ টাকার বেশি পাওয়া যাবে না। সেই হিসেবে ২৫ হাজার ৫০০ টাকা পাওয়া যাবে। তবে এর বায়ুথলির দাম অনেক বেশি।

ওই ট্রলারের মাঝি মোহাম্মদ শফিক বলেন, “মাছটি দুই লাখ ৮০ হাজার টাকায় সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকার আজিজ উল্লাহর ছেলে মাছ ব্যবসায়ী নুরুল ইসলাম কিনেছেন। বর্তমানের মাছটি তার ফিশারিজে রয়েছে‌।”

টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আমরা সাধারণত এত বড় পোয়া মাছ খুব একটা ধরা পড়ে না। এ মাছের এয়ার ব্লাডার দিয়ে বিশেষ ধরনের সার্জিকাল সুতা তৈরি হওয়ায় এই মাছের দাম এত বেশি।

ফার্মসএন্ডফার্মার/১০মার্চ২০২১