জৈব সার

363

নাহিদ বিন রফিক

মাটি হবে অতি খাঁটি
জৈব সার চাই
একের ভেতর কতো কিছু
গুণের অন্ত নাই।

রকমারি পুষ্টি আছে
সুস্থ দেহ-মন
পরিবেশ রাখে ভালো
বলে জ্ঞানীজন।

বেলে’তেও পানি ধরে
ভূমি ক্ষয় রোধ
মালচিংয়ের কাজ হয়
অনুজীবের বোধ।

ফলন বাড়ে অধিক হারে
খরচ হয় কম
ঘরে, মাঠে, হাটে, ঘাটে
রমরমা রম।

গোবর, পাতা, আবর্জনা
যেখানে যা পাই
শেষ চাষের আগে
জমিতে মিলাই।