জয়পুরহাটে গমের ক্রপ কাটিং উদ্বোধন

1075

গমের-ক্রপ-কার্টিং
জয়পুরহাট : সদর উপজেলার দোগাছী ও ধলাহার ইউনিয়নে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন প্রকল্পের আওতায় আজ বুধবার গমের ক্রপ কাটিং উদ্বোধন করা হয়েছে।

কৃষি বিভাগ সূত্র জানায়, সদর উপজেলার নয় ইউনিয়নের বিভিন্ন ব্লকে উন্নত মানের বীজ সংরক্ষণের জন্য ধান, গম ও পাট প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। কৃষক মাঠ স্কুলের মাধ্যমে স্থানীয় চাষিরা উন্নত মানের বীজ উৎপাদন ও সংরক্ষন বিষয়ে হাতে কলমে শিক্ষা লাভ করে থাকে। এর আলোকে উৎপাদন যাচাই ও উন্নত মানের বীজ সংরক্ষণের জন্য গম বীজের ক্রপ কাটিংয়ের উদ্বোধন করেন ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ।

এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেরাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ সহকারি কৃষি কর্মকর্তা সহ চাষিরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলার নয় ইউনিয়নে চলতি মৌসুমে ৫ হাজার ৬ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। হেক্টর প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৪ মেট্রিক টন গম বলে বাসস’কে জানান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন