জয়পুরহাটে বৃদ্ধি পাচ্ছে নিরাপদ ফসল উৎপাদন

390

সবজি

জয়পুরহাট : ফসল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সকল পর্যায়ে স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণ বা কমনোর জন্য জেলায় সমন্বিত শস্য ব্যবস্থাপনায় নিরাপদ ফসল উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের জালালপুর গ্রামের কৃষকরা এখন সমন্বিত শস্য ব্যবস্থাপনায় নিরাপদ ফসল উৎপাদন করছেন। এ কাজে সহযোগিতা করছেন স্থানিয় বে-সরকারি উন্নয়ন সংস্থা এ্যাহেড স্যোশাল অর্গানাইজেশন (এসো)।  কতকগুলো পদ্ধতি অনুসরণ করে নিরাপদ, গুনগতমান সম্পন্ন ও স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদন করছেন কৃষকরা।

গুড এগ্রিকালচার প্র্যাকটিসের উদ্দেশ্য হচ্ছে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ফসল উৎপাদন, মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধি করা, পরিবেশ দূষণ হ্রাস করা, স্বাস্থ্যঝুঁকি মুক্ত নিরাপদ ফসল উৎপাদন ও মিথেন, কার্বণ-ডাই অক্সাইড এবং অ্যামোনিয়ার নিঃসরণ হ্রাস করা।

বে-সরকারি উন্নয়ন সংস্থা এ্যাহেড স্যোশাল অর্গানাইজেশনের কৃষি কর্মকর্তা সলিল কুমার চৌধুরী জানান, পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় কৃষকদের নিরাপদ ফসল উৎপাদনে সহযোগিতা প্রদান করা হচ্ছে। সমন্বিত শস্য ব্যবস্থাপনায় স্বাস্থ্যসম্মত ও নিরাপদ ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়ছে। জালালপুর গ্রাম এলাকায় এবার সমন্বিত শস্য ব্যবস্থাপনায় ১০ বিঘা জমিতে পরীক্ষামূলক ভাবে ফসল উৎপাদন কার্যক্রম চলছে বলেও জানান তিনি। বিএসএস

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন