জয়পুরহাটে বেড প্লান্টার যন্ত্রের ব্যবহার প্রদশর্নী ও মাঠ দিবস

672

মাঠ-দিবস

জয়পুরহাট: খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বুধবার সদর উপজেলার বিষ্ণপুর গ্র্রামে কৃষক মুক্তাদির রহমানের জমিতে বেড পদ্ধতিতে গম বপনে পাওয়ার টিলার চালিত বেড প্লান্টার যন্ত্র ব্যবহার প্রদর্শনী ও মাঠ দিবসের আয়োজন করা হয়।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, বেড প্লান্টার যন্ত্র ব্যবহার প্রদর্শনী ও মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম। সদরের ধলাহার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কৃষক মুক্তাদির রহমানের ২০ শতাংশ জমিতে অনুষ্ঠিত মাঠ দিবসে বেড পদ্ধতিতে গম চাষে বেড প্লান্টার যন্ত্রের ব্যবহার হাতে কলমে শিক্ষা লাভ করেন স্থানীয় কৃষকরা।

পাওয়ার টিলার চালিত বেড প্লান্টার যন্ত্র ব্যবহার করে ১-২ ঘন্টায় ৩০ থেকে ৪০ শতাংশ জমিতে বেড পদ্ধতিতে গম, আলু , ভুট্টা, মুগ ডাল, তিল ফসল বপণ করা যায়। ফলে কৃষি শ্রমিক সংকট নিরসন, সেচ সাশ্রয়ী ও কম খরচে বেড পদ্ধতিতে পরবর্তীতে চাষ ছাড়াই শাক সবজিসহ অন্যান্য ফসল সহজেই উৎপাদন করা সম্ভব।

এ ছাড়াও বেড পদ্ধতিতে চাষের ফলে ইঁদুরের আক্রমণ থেকেও ফসলকে রক্ষা করা সম্ভব হবে। বর্তমান কৃষি বান্ধব সরকারের উদ্যোগে কৃষকরা আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে শতকরা ৫০ ভাগ ভর্তুকিতে ক্রয়ের সুযোগ পাচ্ছেন বলে জানান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেরাজুল ইসলাম।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এমএস