জয়পুরহাটে শীতের প্রকোপ থেকে বোরো বীজ রক্ষায় ছাই ছিটানোর পরামর্শ

295

2018-01-11_4_421221

জয়পুরহাট: প্রচন্ড ঠান্ডায় বোরো বীজের মারাত্মক ক্ষতি হয়ে থাকে। এ থেকে রক্ষা পাওয়ার জন্য বোরোর বীজতলায় ছাই ছিটানোর পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

কৃষি বিভাগ জানায়, গত কয়েক দিন ধরে জয়পুরহাটের উপর দিয়ে শৈত প্রবাহ বয়ে যাচ্ছে। শৈত প্রবাহের সঙ্গে হাড় কাপানো ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বোরো চারা ঠান্ডা সহ্য করতে পারে না। সে কারণে প্রচণ্ড ঠান্ডায় বোরো বীজের চারা রক্ষায় ছাই ছিটানোর পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

কৃষি বিভাগের পরামর্শে সদর উপজেলার আমদই ইউনিয়নের রাংতা গ্রামের কৃষক মোশারফ হোসনকে বোরো বীজ তলায় ছাই দিতে দেখা যায়। ঠান্ডায় আলুতে নাভি ধাসা রোগ প্রতিরোধেও আগাম ব্যবস্থা গ্রহণের ফলে এবার এখন পর্যন্ত আলু ক্ষেত ভালো রয়েছে বলে জানান সদর উপজেলা কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম।

জয়পুরহাট জেলায় এবার সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। জেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধার্যকরা হয়েছে এবার ৭২ হাজার হেক্টর জমিতে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন