জয়পুরহাটে ২শ ৫৫ কৃষক পেলেন বীজ ও সার

315

জয়পুর

জয়পুরহাট : জেলায় রবি/২০১৮-’১৯ মৌসুমে রাজস্ব খাতের আওতায় রোববার সকালে ২৫৫ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ, রাসায়নিক সার ও প্রদশর্নী উপকরণ বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে আয়োজিত ওই সব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায়।

বিতরণকৃত বীজের মধ্যে রয়েছে – পেঁয়াজ, সরিষা, গম, ভুট্টা, বিটি বেগুন ও বোরো। এরসঙ্গে প্রতি জন কৃষক পেয়েছেন ফসল অনুযায়ী ৩৫ কেজি থেকে ৬৫ কেজি পর্যন্ত বিভিন্ন রাসায়নিক সার ও প্রদশর্নী উপকরণ।

রাজস্ব খাতের আওতায় সহায়তা প্রাপ্তদের মধ্যে রয়েছেন বোরো চাষে ৪০ জন কৃষক, গম চাষে ৪০ জন, ভুট্টা চাষে ৬০ জন, সরিষা চাষে ৮০, বিটি বেগুন চাষে ১৫ জন ও পেঁয়াজ চাষে ২০ জন কৃষক।

অনুষ্ঠানে বর্তমান সরকারের কৃষি ক্ষেত্রে ব্যাপক সাফল্য ও কৃষি উন্নয়নে গ্রহীত কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেরাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্মৃতি রানী সরকার, মিশু আকতার প্রমূখ। উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন এলাকার কৃষকরা এ সময় উপস্থিত ছিলেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন