ঝালকাঠিতে কৃষকদের ৬৪ লাখ টাকা সরকারি প্রণোদনা বরাদ্দ

297

প্রণোদনা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি থেকে: ঝালকাঠি জেলায় আসন্ন বোরো মৌসুমে সরকার ৬৪ লাখ ৩৭ হাজার ৪শ ১ টাকা কৃষকদের জন্য প্রণোদনা হিসেবে বরাদ্দ করেছে।

কৃষি বিভাগ জানিয়েছে, ভূমিহীন ও প্রান্তিক চাষি ৪৮২০ জন কৃষক এই প্রণোদনা সহায়তা পাচ্ছেন। প্রত্যেক কৃষককে ১ বিঘা চাষাবাদের জন্য প্রয়োজনীয় সার ও বীজ বিনামূল্যে দেওয়া হবে।

বর্তমানে বোরো মৌসুমের এ সময় সরিষা ও খেশারী ডালের চাষাবাদকারী প্রণোদনা প্রাপ্ত কৃষকদের জন্য সার ও বীজ জরুরী হয়ে পড়েছে। আর তাই জেলা কৃষি বিভাগ জেলা প্রশাসনের সহায়তায় দ্রুত সার বীজ ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করেছে।

ঝালকাঠি সদর উপজেলায় ১৫৫৫ জন কৃষক ১৫৫৫ বিঘা চাষের জন্য, নলছিটি উপজেলায় ১৫৫৫ জন কৃষক ১৫৫৫ বিঘা চাষের জন্য, রাজাপুর উপজেলায় ৮৫৫ জন কৃষক ৮৫৫ বিঘা চাষের জন্য এবং কাঁঠালিয়া উপজেলায় ৮৫৫ জন কৃষক ৮৫৫ বিঘা চাষের জন্য এ প্রণোদনা পাচ্ছেন।

এছাড়া জেলায় ৫শ বিঘা চাষাবাদের জন্য ৫শ জন কৃষক, সরিষা চাষের জন্য এক হাজার কৃষক হাজার বিঘা চাষের জন্য, মুগ ডাল ১৫শ বিঘায় চাষের জন্য ১৫শ কৃষক, খেশারী ডাল চাষাবাদের জন্য হাজার কৃষক হাজার বিঘা চাষের জন্য, বিটি বেগুন চাষের জন্য ২০ জন কৃষক ২০ বিঘা চাষের জন্য এবং ৮শ কৃষক ৮শ বিঘা বোরো চাষের জন্য এই প্রণোদনা সহায়তা পাচ্ছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন