ঝালকাঠিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

316

বৃক্ষমেলা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি থেকে: ‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ স্লোগানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ঝালকাঠিতে শুরু হয়েছে।

শনিবার বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বরে মেলা উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। মেলায় ২৫টি স্টলে ১৩০ প্রজাতির বনজ ও ফলজ ভেষজ চারা নিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। মেলায় সব বয়সী মানুষের পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরা ভীড় করেছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত এই মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় শিল্পমন্ত্রী অমির হোসেন আমু প্রধান অতিথির বক্তব্য রাখেন। পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক শেখ আবু বকর সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া বক্তব্য রাখেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন