ঝিনাইদহের ব্রি ধান৭২ এর ওপর মাঠদিবস অনুষ্ঠিত

316

12-11-17-pic-Jhenidah

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ থেকে: রোববার বিকালে ঝিনাইদহের সিও সংস্থা কর্তৃক ব্রি ধান৭২ এর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় হারভেস্ট প্লাস এর সহযোগিতায় সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন (সিও) সংস্থা কর্তৃক বাস্তবায়নে ব্রি ধান৭২ এর উপর মাঠ দিবস পালিত হয়।

সামচু ফকিরের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সিও সংস্থার সহকারী নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন, মহম্মদপুরের সহকারী কৃষি কর্মকর্তা নুর ইসলাম মাগুরা, উপ সহকারী কৃষি কর্মকর্তা আমজেদ হোসেন। মাঠ দিবসের অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প সমন্বয় কারী মনিরুজ্জামান।

উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে বক্তারা বলেন, জিংক মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা বিশেষ ভূমিকা পালন করে। জিংকের অভাবে জ্বর ও ব্যাকটেরিয়া জনিত সংক্রমনে প্রবণতা বৃদ্ধি পেতে পারে ও শিশিুদের ক্ষুধামন্দা দেখা দেয়। জিংকের অভাবে গর্ভবতী মায়ের শারীরিক দূর্বলতা দেখা দেয় ও গর্ভের বাচ্চার স্নায়ুতন্ত্র এবং মেধা ক্ষতিগ্রস্ত হয়।

ডায়রিয়া, নিউমনিয়া, ম্যালেরিয়া আক্রান্ত শিশুদের জিংক সেবনে এ রোগের তীব্রতা হ্রাস পায়। তাই জিংক সমৃদ্ধ ব্রি ধান৭২ চাষ করা আমাদের একান্ত প্রয়োজন। এছাড়াও জিংক সমৃদ্ধ ব্রি ধান৬২ ও ব্রি ধান৭২ ব্রি ধান৭৪ এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন