ঝিনাইদহে নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

345

0002i
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকে: ঝিনাইদহে নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি ব্যবহারের ওপর কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জানুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকার পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক অশোক কুমার হালদার, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চন্ডিদাস কুন্ডু, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুল রউফ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষকরা রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে ভার্মি কম্পোস্টসহ অন্যান্য প্রাকৃতিক উপায়ে পেঁপে, শিম, বেগুন, আমসহ উদ্যানতাত্ত্বিক উচ্চফলনশীল জাতের ফসল অধিক পরিমাণে উৎপানের ওপর দিক-নির্দেশনা প্রদান করেন।

সদর উপজেলার ৫০ জন কৃষাণ-কৃষাণীকে এ প্রশিক্ষণ দেয়া হয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন