ঝিনাইদহে মুগডাল বারি-৬ এর মাঠ দিবস অনুষ্ঠিত

381

মাঠ-দিবস

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদাতা: ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামে মুগডাল বারি-৬ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ওই গ্রামের মাঠে এ মাঠদিবসের আয়োজন করে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)।

পিকেএসএফ এর পেস প্রকল্পের আওতায় মুগ ডাল ও আমন ধানের উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণের মাধ্যমে আয় বৃদ্ধিকরণ ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক ভ্যালুচেইন উন্নয়ন প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মো. মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা খয়বার রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর লক্ষীকান্ত বালা। মাঠদিবসে ওই এলাকার ৮০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ মে সদর উপজেলার বিজয়পুর গ্রামে মুগডাল বারি-৬ এর মাঠ দিবস হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর রনজিত কুমার মণ্ডল।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন