প্রিয় খামারী ভাই ও বোনের,
আপনি নিশ্চয় চান না ঝড় জলোচ্ছাসে আপনার গরু-ছাগল, হাঁস-মুরগি মারা যাক?
উত্তর অবশ্যি ‘না’! তাহলে আপনি কি করবেন? প্রয়োজন পূর্ব প্রস্তুতি। তার জন্য নিচের বিষয়গুলো জেনে রাখুন।
১. খামারের চাল মজবুত করে বাঁধাতে হবে।
২. পানি চলাচলের বিকল্প ব্যবস্থা করতে হবে যাতে জলাবদ্ধতা তৈরি না হয়।
৩. জলাশয়ের চতুর্দিক ঘেরা দিয়ে রাখতে হবে পানি দূষণ রোধ করার জন্য।
৪. খামারের দরজা ,জানলা দেয়াল ঠিক করে নিতে হবে।
৫. খামারের ক্ষতিকর রাসায়নিক অপসারণ করতে হবে যাতে বৃষ্টির পানিতে মিশে পানি দূষণ করতে না পারে।
৬. দুর্যোগকালীন প্রয়োজন এমন সব জিনিস সংগ্রহ করে রাখতে হবে।
৭. প্রয়োজনীয় ব্যক্তিদের নামের তালিকা ও মোবাইল নম্বর সংগ্রহ করে রাখতে হবে।
৮. গবাদি পশুকে টীকা প্রদান করে রাখতে হবে। যাতে দূর্যোগ পরবর্তী কোনো রোগ আক্রমণ করতে না পারে।
৯. পশু স্থানান্তর পরিকল্পনা করে রাখতে হবে।
১০. নিকটস্থ আশ্রয়ন কেন্দ্রের খবরা খবর নিয়ে রাখতে হবে।
পরামর্শক: ডা. সুচয়ন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অ.দা.), রাঙ্গামাটি সদর
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম