টঙ্গীতে জব্দকৃত ৭৫ বন্যপাখি শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারে অবমুক্ত

532

পাখি

গাজীপুর: জেলার টঙ্গীতে অভিযান চালিয়ে ৭৫টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। রোববার বন বিভাগের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।

সোমবার গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারে পাখিগুলো অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট জানিয়েছে, উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে ১৯টি শালিক, ২৮টি টিয়া, ৬টি তোতা,দু’টি বক, একটি চিল, একটি পেঁচা এবং ১৮টি মুনিয়া রয়েছে। একশ্রেণির অসাধু ব্যবসায়ী উত্তরাঞ্চল থেকে এসব পাখি বিক্রি করার উদ্দেশ্যে ধরে এনেছিল।

বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা টঙ্গী এলাকায় অভিযান চালিয়েছি। আমাদের কাছে তথ্য ছিল একজন ব্যবসায়ী ট্রেনে করে পাখিগুলো আনবেন। সকাল থেকেই আমরা টঙ্গী স্টেশনে অবস্থান নিই। কিন্তু পাখি বিক্রেতা সকালের ট্রেনে না এসে ১০টার ট্রেনে আসেন। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে পাখিগুলো ফেলে রেখে পালিয়ে যান। সেখান থেকে ৭৫টি দেশীয় বন্যপাখি উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘পাখিগুলোকে আজ সোমবার গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারে অবমুক্ত করা হয়েছে।’ আইন অনুযায়ী সব ধরনের বন্যপাখি ধরা এবং লালন-পালন করা দন্ডনীয় অপরাধ।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন