টবের মাটির কেন্নো দমন করবেন যেভাবে

3282

ইংরেজি নাম Millipede (মিলিপেড) বা বাংলায় কেন্নো যাকে বলা হয় তারা আর্থোপোডা শ্রেণীর। কেন্নোর চলাচল মন্থর গতির। এরা পচা পাতা, তরকারির উচ্ছিষ্ট ও মৃত গাছের অন্যান্য জৈব পদার্থ খায় ও এর মধ্যে বসবাস করে। এগুলো মানুষের কোন ক্ষতি করে না, যদিও এরা বসত বাড়ির বা বাগানের জন্য ক্ষতির কারন হতে পারে। যেমন এরা সদ্য জন্মানো চারা বা অঙ্কুর হওয়া বীজের মারাত্মক ক্ষতি করতে পারে।

দমন ব্যবস্থাপনা:

# ১২ ইঞ্চি টবের জন্য ১ টেবিল চামচ ও ২০ ইঞ্চি টবের ২ টেবিল চামচ নিম খৈল প্রতি মাসে টবের চার পাশে ছড়িয়ে দিন।

# কার্বোফুরান গ্রুপের কীটনাশক যেমন: (ফুরাকার্ব ৩জি, ফুরাডান ৫জি, কার্বফুরান ৩জি, হেফুরান ৫জি, নিউফুরান ৫জি, কার্বোটাফ৫জি, কিলডান ৩জি) এর যে কোন একটির পাঁচ গ্রাম ১২ ইঞ্চি টবের জন্য ও দশ গ্রাম ২০ ইঞ্চি টবের জন্য মাসে একবার ব্যবহার করলে মারা যাবে।

সবচেয় ভাল হয় টবের মাটি তৈরি করার সময় ২ টেবিল চামচ নিম খৈল মাটিতে ভালভাবে মিশিয়ে নেওয়া।

লেখকঃ মো: মাহফুজুর রহমান।

ফার্মসএন্ডফার্মার/২৪মে২০