টমেটোর জ্যাসিড পোকা = Jassid of Tomato
লক্ষণ
হলদে সবুজাভ পোকা পাতার রস শোষণ করে।
পাতায় সাদা ছোপ দাগ দেখা যায় ও কিনারা বরাবর পোড়া দাগ দেখা যায়।
গাছ নিস্তেজ হয় ও গাছের বৃদ্ধি ব্যাহত হয়।
নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ এবং ঘন ঘন সেচ পোকার আক্রমন বৃদ্ধি করে।
প্রতিকার
পরিস্কার পরিচ্ছন্ন চাষাবাদ ও আক্রান্ত অংশ পোকাসহ সংগ্রহ করে পুতে ফেলা।
উপকারী বন্ধু পোকা লেডি বার্ড বিটল,সংরক্ষণ ও বৃদ্ধির ব্য্বস্থা করা।
সবুজ রঙের কার্ড বোর্ডের উপর আঠালো পদার্থ (ভ্যাসলিন বা গ্রিস ) লাগিয়ে মাঠে
ঝুলিয়ে রাখলে পোকা আটকে যাবে।(রাসায়নিক ব্যবস্থা জাব পোকার অনুরুপ)
কেরোসিন মিশ্রিত ছাই পাতায় ছিটিয়ে পোকা প্রতিরোধ করা য়ায়।
ডিটারজেন্ট ৩গ্রাম/ লিটার পানি+নিম/ বিষকাঠাঁলী/ ধুতরা/আতা/পেঁপে/ নিশিন্দা/
জবা/গাদা ফুলের ১ কেজি পাতা থেতিয়ে১২ ঘন্টা ভিজে ১০ লিটার পানি স্প্রে।
ফার্মসএন্ডফার্মার/০৬এপ্রিল২০