টাঙ্গুয়ার হাওরে বিলুপ্তির পথে অর্ধশত প্রজাতির দেশি মাছ

312

টাঙ্গুয়ূার-হাওর

সুনামগঞ্জে প্রায় ১০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর। ‘ওয়ার্ল্ড হেরিটেজ রামসার সাইট’ ঘোষিত এই মিঠাপানির হাওরটি মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই হাওরে রয়েছে জীববৈচিত্রের একটি চমৎকার আধার। কিন্তু মাছের অভয়ারণ্য নামে পরিচিত এই হাওরের প্রায় ৫৫ প্রজাতির দেশি মাছ বিপন্নের পথে বলে আশঙ্কা করছেন গবেষকরা।

হাওরের উপরিভাগে আগে গবেষণা হলেও এবার গবেষণা শুরু হয়েছে তলদেশেও। গবেষণা করছে ইসাবেলা ফাউন্ডেশন।

ইতোমধ্যে হাওরের একটি অংশের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গবেষকরা বলছেন, হাওরের তলদেশ এখন আর ভালো নেই। কারণ যে উদ্ভিদগুলো থাকার কথা সেগুলো আগের মতো যথেষ্ট পরিমাণে নেই। যে কারণে নষ্ট হচ্ছে মাছের আবাস ও খাবার। এজন্য টাঙ্গুয়ায় জীববৈচিত্র্যের জন্য সহায়ক প্রাকৃতিক পরিবশে ফিরেয়ে আনতে তাগিদ দিয়েছেন গবেষকরা। সূত্র: ইনডিপেনডেন্ট টেলিভিশন।

 

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন