ঠিক কতক্ষণ ডিম সেদ্ধ করা উচিত

1068

অনেকেই সকালের নাস্তায় সেদ্ধ ডিম খেতে পছন্দ করেন। আবার আমাদের দেশে সেদ্ধ ডিমের কারিও বেশ জনপ্রিয়। নিয়মিত ডিম সেদ্ধ করলেও আমরা অনেকেই জানি না আসলে কত সময় ধরে ডিম সেদ্ধ করলে সেটা কেমন অবস্থানে থাকবে। সেদ্ধ ডিমের ক্ষেত্রে কারও পছন্দ নরম রানি কুসুম, কারও কিছুটা নরম কুসুম আবার কারও পছন্দ শক্ত কুসুম।

আসুন নীচের ছবি থেকে দেখে নেই ডিম কত মিনিট সেদ্ধ করলে কেমন অবস্থা হবে-dim

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন