ডিমের খোসা যখন হাঁস মুরগির ক্যালসিয়ামের উৎস

394

ডিমের খোসা দিয়ে মুরগির ক্যালসিয়াম তৈরি করবেন কিভাবে?

ডিমের খোসা সরাসরি দেওয়া যায়, তবে অপচয় এবং অনেক সময় মুরগি ডিমের খোসা খাওয়াতে অভ্যস্ত হলে নিজেদের ডিম ও খেয়ে ফেলে।

তাই ডিমের খোসা প্রথমে গরম পানি দিয়ে ভিজায়ে ১০ মিনিট পরে পানি ঝরিয়ে শুকাতে দিতে হবে পরিস্কার জায়গায়।

পুরোপুরি শুকানোর পরে বাসার ব্লেন্ডারে গুড়া করে খাদ্যে মিশাতে পারেন। ব্লেন্ডার না থাকলেও সমস্যা নাই।

১০ কেজি ধানের গুড়া
৪ কেজি গম ভাংগা
৫ কেজি ভুট্টা ভাংগা
৫০০ গ্রাম খৈল গুড়া
১৫০ গ্রাম ডিমের খোসা গুড়া
১০০ গ্রাম লবণ

ভালো কথা ,ডিমের খোসা সিদ্ধ পানি ফুল ও ফল গাছের গোড়ায় দিতে ভুলবেন না।

লিখেছেন:

ডা শরীফা খাতুন ববি,এক্স এডিশনাল ভেটেরিনারি সার্জন,ফুড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (FAO)

ফার্মসএন্ডফার্মার/২৩মে ২০২২