ডিম উৎপাদনে আলোক সময় নিয়ন্ত্রণ

368

আলোর তীব্রতা, আলোক দৈর্ঘ্য এবং প্রত্যহ আলোক সময়ের পরিবর্তন মুরগির ডিম উৎপাদন প্রভাবিত করে ।

আলোক রশ্মি মুরগির চোখের মাণিতে প্রতিফলিত হয়ে মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিতে জৈবিক অনুভূতি সৃষ্টি করে । ফলে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হয় ।

ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের ডিম্বকোষ পরিপক্ক হতে সাহায্য করে । ডিম্বকোষ পরিপক্ক হলেই পিটুইটারি গ্রন্থি থেকে লুটিনাইজিং হরমোন নিঃসৃত হয় , ফলে ডিম্বানুর স্খলন ঘটে ।

মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিতে এই সংবেদনশীল প্রক্রিয়া সংঘটনের জন্য কমপক্ষে ১২ ঘণ্টা আলোক সময় প্রয়োজন । আলোক সময় ১২ ঘণ্টার ঊর্ধ্বে বাড়ানো হলে পুনরায় কমানোর পর ডিম উৎপাদনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় । এ কারণে আলোক সময় বৃদ্ধি করা হলে কোনোক্রমেই কমানো যাবে না ।

ফার্মস অ্যান্ড ফার্মার২৪.ডটকম/এম