বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, ডিম ও আলুর দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমদানি চলবে। পাশাপাশি সরকার নির্ধারিত দামে এসব পণ্য বিক্রি করা হচ্ছে কি-না তা কঠোরভাবে মনিটরিং করা হবে।
সোমবার (১৩ নভেম্বর) বাজার পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব বলেন তিনি।
বাণিজ্য সচিব বলেন, চাহিদা অনুযায়ী যোগান না থাকায় আলুর দাম বৃদ্ধি পায়। ১০ হাজার মেট্রিক টন আমদানি করা হয়েছে। দাম এখন কমেছে। ডিমও আমদানি করা হয়েছে। এ কারণে ডিমের দামও কমেছে।
সচিব বলেন, সরকার নির্ধারিত ২৭ টাকা কেজিতে যেন আলু বিক্রি হয়, মাঠ পর্যায়ে কোল্ড স্টোরেজে সরাসরি তদারকি করবে স্থানীয় প্রশাসন। তাদের উপস্থিতি ছাড়া আলু কোল্ড স্টোরেজ থেকে বের হবে না। একইভাবে খুচরা মূল্য ৩৬ টাকা বাস্তবায়নের বিষয়টিও তদারকি করা হবে। ডিমের বিষয়টিও তদারকি করা হবে।