ডেইরি শিল্পের বিকাশে কাজ করবে সিভাসু’র স্টিয়ারিং কমিটি

333
সিভাসু

চট্টগ্রাম বিজ্ঞান

ডেইরি শিল্পের বিকাশ ও উন্নতিসাধনে কার্যকরী ভূমিকা রাখতে উচ্চ পর্যায়ের একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ।

উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ-এর সভাপতিত্বে গত রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, সিভাসু’র জ্যেষ্ঠ শিক্ষক ও খামারিদের সমন্বয়ে ১৬ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি হলেন-চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী। আর সদস্য-সচিব হলেন সিভাসু’র ভেটেরিনারি ক্লিনিক্স-এর পরিচালক প্রফেসর ড. ভজন চন্দ্র দাস।

চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশনের আওতায় স্থাপিত খামারসমূহের তালিকা তৈরিকরণ, খামারিদের সমস্যা চিহ্নিত করে যথাযথ পরামর্শ প্রদান, গবাদি পশুর উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ; সেমিনার-প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে আধুনিক খামার ব্যবস্থাপনা, নিত্য-নতুন জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তর এবং সর্বোপরি ডেইরি শিল্পের বিকাশে কাজ করবে এই স্টিয়ারিং কমিটি।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল)খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন