ড্রাগন ফল গাছের শীতকালীন পরিচর্যা

687

ড্রাগন চাষের ক্ষেত্রে শীতকালীন পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এ সময় ভালো যত্ন নিলে সামনের গরমে ফলন ভালো পাবেন। সাধারণত শীতের ৪-৫ মাস ফলন বন্ধ থাকে । এটি গাছের বাড়ন্ত সময়। এ সময় গাছের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় এবং নতুন নতুন শাখা বের হয় ।

√এসব শাঁখা থেকে শক্ত একটি শাখা রেখে বাকি গুলো কেটে দিতে হবে।
√প্রধান শাখাটিকে নুন্যতম ৪ ফুট পর্যন্ত বড় হওয়ার পর এর থেকে শাখা প্রশাখাগুলো রেখে দিতে হবে।
‌অপ্রয়োজনীয় ছোট ছোট অসংখ্য শাখা নিয়মিত কেটে দিতে হবে।
সার ব্যবস্থাপনা

শীতের শুরুতে এক বার এবং শেষে এক বার সার দিতে হবে। সাধারণত প্রতি পিটে/ গর্তে এক সাথে ৪ টি গাছ থাকে।
প্রতিটি গর্তে সারের পরিমাণ (জমিতে)-
ভার্মিকম্পোস্টঃ ৫০০-১০০০ গ্রাম
ইউরিয়া-২০০-২৫০ গ্রাম
টিএসপি-১০০ গ্রাম
পটাশ-১০০ গ্রাম
বোরন- ৩/৫ গ্রাম
হাড়ের গুঁড়া- চায়ের ১ কাপ পরিমাণ

টবের ক্ষেত্রে
ভার্মি কম্পোস্ট -২৫০ গ্রাম
টি.এস.পি-৩০ গ্রাম
পটাশ-৩০ গ্রাম
ইউরিয়া-৫০ গ্রাম
>> চারা রোপণের এক মাস পর থেকে এক বছর পর্যন্ত প্রতি গর্তে তিন মাস পর পর ১০০ গ্রাম করে ইউরিয়া প্রয়োগ করতে হয়।
>>প্রতি মাসে এক বার জ্যামপ্রো ,করমিল রিডোমিল ,নাভাডা , ক্যালিবার এসব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে ভিজিয়ে দিতে হবে ।
>>সম্ভব হলে আপনার ড্রাগন গাছটি রাতে পলিথিন কাগজে ঢেকে রাখুন দিনে এটিচারপাশ খুলে রাখুন গাছ সুস্থ থাকবে । কম রোগ বালাই আক্রান্ত হবে ।

ফার্মসএন্ডফার্মার/১৬জানুয়ারি২০২১