ড. নাথু রাম বিএলআরআই’র মহাপরিচালক হিসাবে যোগদান

365

NR

২৩ জানুয়ারি ড. নাথু রাম সরকার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক পদে যোগদান করেছেন।

যোগদানের আগে তিনি একই ইনস্টিটিউটের পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন।

ড. নাথু রাম সরকার ফডার গবেষণা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন। তিনি বিএলআরআইতে উন্নত জাতের বহুবর্ষজীবী জাতের ঘাসের উদ্ভাবক। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এ্যানিমেল সায়েন্সে মাস্টার ডিগ্রি লাভ করেন।

উল্লেখ্য, অনার্স এবং মাস্টার উভয় ক্ষেত্রে তিনি প্রথম শ্রেণি অর্জন করেন। ২০০০ সালে তিনি হরিয়ানা বিশ্ববিদ্যালয়, ভারত থেকে এ্যনিমেল নিউটেশন ও ফিড টেকনোলজিতে বিশেষায়িত জ্ঞানসহ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বিএলআরআইয়ের তথ্য কর্মকর্তা মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন