ঢাকায় ‘গাট হেল্থ এন্ড ফুড সেফটি বাই ইউজিং প্রোট্রুটিয়েন্টস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

514

Doctors Agro
ভেটেরিনারি মেডিসিন বাজারজাতকারী প্রতিষ্ঠান ডক্টর এগ্রোভেট লি.এবং স্প্যানিশ কোম্পানী বায়োভেট এস. এ. এর যৌথ আয়োজনে ‘গাট হেল্থ এন্ড ফুড সেফটি বাই ইউজিং প্রোট্রুটিয়েন্টস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় হোটেল ল্যা মেরিডিয়েনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

07

এসময় স্বাগত বক্তব্য দেন ডক্টর এগ্রোভেট লি. এর ডিরেক্টর ডা. তুষার চৌধুরি। এরপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রোট্রুটিয়েন্টস ব্যবহার করে ‘গাট হেল্থ এন্ড ফুড সেফটি’ ও খাদ্য নিরাপত্তায় প্রোট্রুটিয়েন্টস’র উপকারিতা নিয়ে বিশদ আলোচনা করেন বায়োভেট এস. এ. এর ডেভিড ডেইজ অ্যারিএস।

02

পোল্ট্রি খাদ্যের নিউট্রিশনে প্রোট্রুটিয়েন্টস’র ভূমিকা নিয়ে আলোকপাত করেন প্রোগ্রেসাস’র টেকনিকেল বিশেষজ্ঞ ইয়ান্নিস ক্রিস্টোডলৌ।

03

বায়ো-সিকিউরিটি এন্ড গাট হেল্থ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরি।

05

এরপর খাদ্য নিরাপত্তার উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন -বাংলাদেশ ব্রাঞ্চের সভাপতি আবু লুৎফে ফজলে রহিম খান।

ডক্টর এগ্রোভেট লি.এর পরিচালক ডা. তুষার চৌধুরি  গাট হেল্থ প্রোডাক্টের ট্রায়াল রিপোর্ট তুলে ধরেন এবং একটি ভিডিও ক্লিপ দেখান।

01

সবশেষ কেক কেটে ডক্টর এগ্রোভেট লি.এর ১৫ বছর পূর্তি উদযাপন করেন এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।এরপর সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন ডক্টর এগ্রোভেট লি. এর ব্যবস্থাপনা পরিচালক ডা. রফিকুল করিম।

08

এসময় সেমিনারে উপস্থিত ছিলেন- ডক্টর এগ্রোভেট লি. এর পরিচালক ডা মো শামছুল আলম, বিজনেজ ম্যানেজার কৃষিবিদ মো আরিফুল ইসলাম রাকিব, কৃষিবিদ নাজমুস সাকিব হামিম, এসিস্যান্ট ম্যানেজার ডা তৌফিক আহমেদ নাহিদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, প্রাণিখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয়রা, নিউট্রিশনিস্টবৃন্দ, সিনিয়র কনসালটেন্টবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

09

উল্লেখ্য ডক্টর এগ্রোভেট লি. ২০০৫ সাল থেকে বাংলাদেশের বাজারে গুণগত, মানসম্মত ভেটেরিনারি মেডিসিন, প্রিমিক্স বাজারজাত করে আসছে। বায়োভেট এস. এ. স্প্যানিশ এ কোম্পানিটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অবধি প্রাণি পুষ্টি নিয়ে সারাবিশ্বে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে।

ফার্মসএন্ডফার্মার/১১জানু২০২০