ঢাকা গ্রুপের ডিলার সম্মেলন অনুষ্ঠিত

622

[metaslider id=”14428″]
‘ডিজি ফিড আস্থার প্রতীক’ এ স্লোগানকে ধারণ করে ঢাকা গ্রুপের প্রতিষ্ঠান ‘টয়ো ফিড লিমিটেডে’র ডিলার সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১৯ এপ্রিল) কক্সবাজারের হোটেল সী-প্যালেসে এ ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ।

ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ ডিলার সম্মেলন শুরু হয়। ২০১৮ সালের বিক্রয় পারফরমেন্সের ওপর ভিত্তি করে ৪৬ জন ডিলারকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

এ সম্মেলনে সারা দেশের তিন শতাধিক ডিলার অংশগ্রহণ করেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন