তারাগঞ্জে (রংপুর) রাজস্ব খাতের চিনাবাদাম প্রদর্শনীর ওপর মাঠদিবস অনুষ্ঠিত

364

সেখ জিয়াউর রহমান, রংপুর প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের আয়োজনে রাজস্ব খাতের চিনাবাদাম প্রদর্শনীর ওপর এক মাঠদিবস ১১ মে রংপুরের তারাগঞ্জ উপজেলার ছোট হাজীপাড়ায় অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনিছুর রহমান লিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপজেলা সভাপতি মো. আতিয়ার রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যাদিন মুফাচ্ছালিন।

প্রধান অতিথি বলেন, বিনা চিনাবাদাম-৪ খুব লাভজনক ফসল। আমরা আগে অন্য জাতর বাদাম চাষ করে তেমন লাভ পেতাম না। কিন্তু এ বাদাম চাষ করে এখন বেশ লাভ করতে পারছি। যেসব কৃষক এ ধরনের ফসল করতে চান তারা যেন সহজে বীজ পান, সেজন্য তিনি কৃষি বিভাগের প্রতি অনুরোধ জানান ।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, আমাদের কৃষকভাইরা যেসব জাত আগে করতেন তার চেয়ে এ জাতের বাদামের ফলন অনেক ভালো। রোগবালাইও অনেক কম হয়। তাই তিনি কৃষকভাইদের বিনা চিনাবাদাম-৪ চাষ করার জন্য পরামর্শ দেন।

কৃষক আতিয়ার রহমান বলেন, আমার বাদামগাছের চেহারা অনেক ভালো। আশা করি, বাদামের ফলনও অনেক ভালো হবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক আতিয়ার রহমানসহ প্রায় ১শ ৫০ জন কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।