তীব্র গরমে ছাগলের যত্নে করণীয় সম্পর্কে আমরা অনেকেই জানি না। ছাগল পালনে লাভবান হওয়ার ক্ষেত্রে ছাগলের যত্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। গরমকালে ছাগলের যত্নে বিশেষ নজর দিতে হয়। চলুন জেনে নেওয়া যাক তীব্র গরমে ছাগলের যত্নে করণীয় সম্পর্কে-
তীব্র গরমে ছাগলের যত্নে করণীয়ঃ
১। অতিরিক্ত গরমে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে পশুর মৃতু হতে পারে তাই বেশি বেশি করে পানি পান করতে দিতে হবে। সম্ভব হলে দুপুরের আগে গলার নিচে থেকে পুরো শরীর পানি দিয়ে ১ বার ভিজিয়ে দিতে হবে।
২। গরমে দানাদার খাবার কম দিতে হবে এবং কাঁচা সবুজ ঘাঁষ বেশি করে খেতে দিতে হবে। সাধারণত ছাগল পানি পান করে কম তার পরেও যদি চিটাগুরের পানি দেওয়া হয় তাহলে অনেক বেশি পানি পান করতে পারবে।
৩। পানির সাথে সেলাইন মিশিয়ে দিতে হবে। এতে যাবতীয় গরমের থেকে সৃষ্ট সমস্যা থেকে ছাগল রক্ষা পাবে।
৪। ছাগলকে যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে রাখতে হবে।
৫। ছাগলকে বিশ্রাম নেওয়ার সব ব্যবস্থা করে দিতে হবে।
৬। ছাগলের থাকার স্থানে সবসময় বাতাস চলাচলের ব্যবস্থা করে দিতে হবে।
ফার্মসএন্ডফার্মার/২৩ফেব্রু২০২০