তুলসী পাতা দিয়ে জৈব কীটনাশক তৈরি

917

তুলসী একটি ঔষধিগাছ। তুলসী অর্থ যার তুলনা নেই। তুলসী গাছ লামিয়াসি পরিবারের অন্তর্গত একটি সুগন্ধী উদ্ভিদ।তুলসী গাছের নানা ঔষধি ব্যবহার রয়েছে। তুলসী গাছের পাতা, বীজ, বাকল ও শেকড় সবকিছুই অতি প্রয়োজনীয়। সর্দি, কাশি, ঠাণ্ডা লাগা ইত্যাদি নানা সমস্যায় তুলসী ব্যবহার করা হয়। আমরা আজ তুলসী পাতা দিয়ে কীটনাশক তৈরি পদ্ধতি নিয়ে আলোচনা করব। তুলসী পাতার এই জৈব কীটনাশক ফসলের পোকা দমনে যেমন কার্যকরী তেমনি পরিবেশের জন্য নিরাপদ।

উপকরণ:

১) কাঁচা তুলসী পাতা পেস্ট ২৫ গ্রাম।
২) পানি ১ লিটার।
৩) সাবান গুড়া/ ডিটারজেন্ট পাউডার ৫ গ্রাম।
অথবা দুই টেবিল চামচ স্যাম্পু/ হ্যান্ডওয়াস/ ডিসওয়াস।

বালাইনাশক প্রস্তুত প্রণালী :

প্রথমে ২৫ গ্রাম তুলসী পাতা শিল পাটায় অথবা মিক্সার মেশিনে থেঁতো/পেস্ট করে নিতে হবে। ১ লিটার পানিতে মাটির পাত্রে ঐ নিম পাতা পেস্ট ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে চটকে নিতে হবে। একটি পাতলা কাপড় দিয়ে কয়েক বার ছেঁকে নিয়ে ঐ পানিতে ৫ গ্রাম ডিটারজেন্ট পউডার/ দুই টেবিল চামচ স্যাম্পু ভালো করে মিশিয়ে ফেলতে হবে। এই কীটনাশকটি যে কোন স্প্রেয়ারে ভরে সকাল বেলায় ব্যবহার করতে হবে।

কার্যকারীতা:

উক্ত মিশ্রনটি ফল ছিদ্রকারী পোকা, লেদা পোকা ও লাল মাকড় দমনে বিশেষ কার্যকারী। প্রয়োজনে ১০-১৫ দিন পর আবার ব্যবহার করুন।

বিঃদ্রঃ

১/ কীটনাশকটি সকালে গাছে প্রয়োগ করতে হবে।
২/ তুলসী পাতার তৈরি কীটনাশকটি সংরক্ষণ করা যাবে না।
৩/ কীটনাশক তৈরিতো মাটির পাত্র ব্যবহার করুন।
৪/ গাছের উপর ও নিচের পিঠ ভালো করে ভিজিয়ে দিতে হবে।

লেখকঃ মো: মাহফুজুর রহমান।

ফার্মসএন্ডফার্মার/০৩জুন২০