তেঁতুলিয়ার চাষিরা একই সাথে চা ও পেঁপে চাষ করে লাভবান হচ্ছে

337

চা ও পেপে

একই জমিতে চা ও পেঁপে চাষ করে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের কৃষকরা। বিশেষ করে সমতল ভূমি হিসেবে পরিচিত এ জেলায় বর্তমানে ধান, পাট, বাদাম, আখের পাশাপাশি চায়ের আবাদ বেড়েই চলেছে।

সেখানকার মাটি উর্বর হওয়ায় বিগত কয়েক বছরে চায়ের জমিতে পেপে, আমের বাগান শুরু করছেন তারা। একই জমিতে চায়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের চাষ করছেন। মূলত কৃষি পরামর্শেই পরীক্ষামূলক ভাবে এ চাষ করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় জেলার বিভিন্ন উপজেলার চা বাগানগুলোতে তেজপাতা, আম, পেঁপেসহ বিভিন্ন বাগান করছে।

চাষিরা বলছে, একই বাগানে চাষিরা স্বল্প পরিসরে দীর্ঘস্থায়ী চা বাগানের পাশাপাশি বাড়তি অর্থ পাওয়ায় বিভিন্ন ধরনের গাছ লাগানো শুরু করেছেন।

এ ব্যাপার ছোট বাগানের চা চাষি হাফিজুর রহমান খোকন বলেন, বর্তমানে চায়ের চারা ছোট হওয়ায় দেরিতে পাতা আসবে। চায়ের গাছ যখন লাগিয়েছি ওই জমিতে কিছু পেঁপে চা লাগানো হয়েছিল। এখন গাছগুলিতে পেঁপে ধরেছে। এগুলো নিজের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করছি। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছি।

সীমান্তবর্তী পুরাতন বাজার এলাকার চা চাষি হারেজ আলম বলেন, একই জমিতে চায়ের সঙ্গে আমের চাষ করেছি। এবার নিয়ে দুবার আম বিক্রি করেছি। আশা করছি তেতুলিয়ার তাপমাত্রা ও আবহাওয়া ঠিক থাকলে আমার সকল চায়ের জমিতে নতুন করে লাগানো হবে আমের চারা। বর্তমানে উভয় ফসলের দাম ভালো পাওয়া যাবে।

কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, সীমান্ত উপজেলায় বিভিন্ন জায়গায় সমতল ভূমিতে চায়ের পাশাপাশি আম ও পেঁপে চাষ শুরু হয়েছে। তবে চায়ের দাম একটু কম হওয়ায় পাশাপাশি একই জমিতে পেঁপে, আম ও তেজপাতা চাষ করছে চাষিরা। বিগত বছরগুলোতে আমের স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য জেলায় বিক্রি করেছে চাষিরা। কৃষকরা ভালো দাম পেয়ে খুশি।

জেলা কৃষি বিভাগের উপ পরিচালক আবু হানিফ বলেন, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় নতুন করে চা চাষের পাশাপাশি আম, পেঁপে, তেজপাতা চাষে কৃষকরা লাভবান হওয়ায় দিনদিন আগ্রহ বাড়ছে। এ বছর পঞ্চগড় সদর, তেঁতুলিয়া উপজেলায় চায়ের আবাদের আম, পেঁপে, তেজপাতা চাষ করা হয়েছে। কৃষকরা ভালো দাম পাচ্ছেন বলে আগামীতে একই জমিতে আম, পেপে চাষ আরও বৃদ্ধি পাবে।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ